নিউজ ডেস্ক
অস্ট্রেলিয়ার বর্তমান অর্থমন্ত্রী স্কট মরিসন দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। লিবারেল পার্টির দলীয় কোন্দল নাটকের পর তিনি দলীয় ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। দলের প্রধান ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে অভিবাসন ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সদ্য সরে যাওয়া পিটার ডাটনের জোরালো চ্যালেঞ্জ মোকাবেলা করে মরিসন প্রধানমন্ত্রী মনোনীত হন। সূত্রঃ এএফপি।
বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের বিশ্বস্ত সহকর্মী মরিসন দলীয় ভোটে ৪৫-৪০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। বর্তমান প্রধানমন্ত্রী চার্নবুল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। টার্নবুলের আরেক সহযোগী পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ এ পদে প্রতিদ্বন্দ্বীতা করলেও প্রথম দফার ভোটেই তিন বাদ পড়েন।
লিবারেল পার্টির উপনেতা নির্বাচিত হয়েছেন পরিবেশ ও জ্বালানি মন্ত্রী জোস ফ্রাইদেনবার্গ।
লিবারেল পার্টির হুইপ নলা মরিনো বলেন, ‘স্কট হলেন সফল প্রার্থী।’ পিটার ডাটনের বিপক্ষে তিনি ৪৫-৪০ ভোটে জয়লাভ করেন।