মার্কিন সিনেটর ম্যাককেইনের মৃত্যু

12
8

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সিনেটর এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থি জন ম্যাককেইন মারা গেছেন। ব্রেইন ক্যান্সারে ভুগে ৮১ বছর বয়সে তিনি মারা যান। তার কার্যালয় থেকে জানানো হয়, জন ম্যাককেইন ২৫ আগস্ট বিকেল ৪ টা ২৮ মিনিটে মারা গেছেন। এ সময় তার পাশে স্ত্রী সিন্ডিসহ পরিবারের সদস্যরা ছিলেন।

তিন দশকের বেশি সময় ধরে অ্যারিজোনার সিনেটরের দায়িত্ব পালন করা ম্যাককেইন ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ছিলেন রিপাবলিকান পার্টির প্রার্থী। বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন বড় সমালোচক ছিলেন তিনি। তিনি ভিয়েতনাম যুদ্ধে মার্কিন বাহিনীর বৈমানিক ছিলেন।