সুলতান উৎসবের সমাপনী দিনে চিত্রা নদীতে নারী ও পুরুষের বিশাল নৌকা বাইচ

11
39

স্টাফ রিপোর্টার

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৪ দিনব্যাপি সুলতান উৎসবের সমাপনি দিনে নড়াইলের চিত্রা নদীতে নারী ও পুরুষের বিশাল নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮সেপ্টেম্বর) বিকেলে সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে শহরের ওপর দিয়ে প্রবাহিত চিত্রা নদীতে ফেরী ঘাট থেকে সুলতান সেতু পর্যন্ত ৩ কিঃমিঃ নারী ও পুরুষের বিশাল নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। বাইচ শেষে রূপগঞ্জ বাঁধাঘাট চত্বরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার এমপি। এ অনুষ্ঠানে এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চেšধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার এমপি, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস , পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস,এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ। নড়াইল, ফরদিপুর, গোপালগঞ্জ, মাগুরা ও খুলনা জেলার ২২টি বাইচের নৌকা বাইচে অংশগ্রহন করে। চিত্রা নদীর দু’পাড়ে এ নৌকা বাইচ অর্ধ লক্ষ মানুষ উপভোগ করে থাকে। নদীতে নৌকায় শারি গানের একটি দল গান গেয়ে দর্শকদের আনন্দ দেয়। এবার নৌকা বাইচের পৃষ্ঠপোষকতা করেছে প্রাণ আপ।

৪ দিনব্যাপি উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে মধ্যে ছিল শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ব^বিদ্যালয় ও কলেজের চারুকলা বিভাগের ২৫জন শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহনে আর্ট ক্যাম্প, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার, সম্মাননা ও পদক বিতরণ এবং নৌকা বাইচ।

বরেণ্য এই শিল্পী একুশে ও স্বাধীনতা পদকসহ দেশী ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছে। ১৯২৪ সালের ১০ আগষ্ট শহরতলি মাছিমদিয়ায় বরেণ্য এই শিল্পী জন্মগ্রহন করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন।