নড়াইলে পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে

6
16

স্টাফ রিপোর্টার

নড়াইল পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা, সচেনতা বৃদ্ধিমূলক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ ) যশোর ও নড়াইল সার্কেলের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ও প্রধান প্রশিক্ষক ছিলেন বিআরটিএ এর খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান। সহকারি পরিচালক বিআরটিএ যশোর ও নড়াইল মোঃ মোরসান, মোটর যান পরিদর্শক রামকৃষ্ণ সাহা, সরকারি কর্মকর্তা, বিআরটিএ ‘র কর্মকর্তা-কর্মচারি, প্রশিক্ষণার্থীগন এ সময় উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণে জেলার ১০০ জন পেশাজীবী গাড়ী চালককে দক্ষতা, সচেনতা বৃদ্ধি মূলক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।