নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধন

325
12

স্টাফ রিপোর্টার

নড়াইলে ৩দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার কবি নজরুল ইনস্টিটিউট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে নড়াইলের সুলতান মঞ্চে ৩দিন ব্যাপী (২৭-২৯ সেপ্টেম্বর ) এ সম্মেলনের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাছির উদ্দিন আহমেদ।

এর আগে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুলতান মঞ্চ চত্বরে এসে শেষ হয়। জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (অতি: সচিব) মোঃআব্দুর রাজ্জাক ভুঞা,পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস,নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, কবি নজরুল ইনস্টিটিউটের উপ-পরিচালক রেজাউদ্দিন স্টালিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মলয় কুমার কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী,সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। ৩দিন ব্যাপী এ সম্মেলনে র‌্যালী, সংগীত বিষয়ক প্রশিক্ষণ, নজরুলের জীবনী ভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, কবিতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান,বই মেলা আবৃতি, সংগীত ও রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।