নিউজ ডেস্ক
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাতে মৃতের সংখ্যা ৩৫০ পেরিয়েছে। এএফপির সূত্র ধরে জানা যায় দেশটির কতৃপক্ষ নিশ্চিত করেছে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর উপকূলীয় একটি শহরে সুনামির আঘাতে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩৮৪।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শুক্রবার ভূমিকম্পের পর ১৮ ফুট উঁচু ঢেউ সুলাওয়াসি দ্বীপের পালু শহরকে ভাসিয়ে নেয়। এসময় ‘বিচ ফেস্টিভ্যাল’ উপলক্ষ্যে অনেকেই সৈকতে জড় হয়েছিলেন। যাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই প্রাণহানি হয়। এদের মধ্যে কিছু মানুষ উঁচু গাছে চড়ে প্রাণে বেচে যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানায় শনিবার সমুদ্র তীর থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে।