স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপের ফাইনালে দলীয় ২২২ রান করে ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই করে ভারতের কাছে পরাজিত হয় বাংলাদেশ। এশিয়া কাপ জেতার স্বপ্নে ফাইনালে এত কম রানের টার্গেট দিয়েও আপ্রাণ চেষ্টা করে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এবারও সেই স্বপ্নপূরণ হলো না। তবে বরাবরের মত সতীর্থদের এমন লড়াইয়ে খুশী বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা হৃদয় দিয়ে লড়াই করেছি। ম্যাচ জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। কিন্তু দুভার্গ্য, আমরা জিততে পারিনি।’
দুবাইয়ে প্রথমে ব্যাটিং এ লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের উদ্বোধণী জুুটিতে ১২০ রান করে দল বাংলাদেশ। এরপর বাকী ৯ উইকেটে বাংলাদেশ ১০২ রান তুলতে সক্ষম হয়। ২২২ রানে পরিসমাপ্তি ঘটে টাইগারদের। তবে এত কম রান করেও আশাহত হয়নি বাংলার দামাল ছেলের দল। শেষপর্যন্ত লড়েছে। প্রমাণ করেছে এভাবেই এগিয়ে যেতে হয়। দুর্দান্ত বোলিং করে ভারতকে শেষ বলে জিততে বাধ্য করে টাইগাররা।
ভারতের বিপক্ষে এমন লড়াই হৃদয় থেকে এসেছে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফী। তিনি বলেন, ‘হ্যাঁ, আমাদের হৃদয় দিয়ে খেলেছি। আমরা একদম শেষ বল পর্যন্ত লড়াই করার চেষ্টা করেছি। তবে আমরা ব্যাটিং-বোলিং, উভয়দিকেই ভুল করেছি। আপনি যদি আমাদের বোলিংয়ের দিকে তাকান দেখবেন আগের ম্যাচগুলোতে আমরা ২৪০ এর বেশি রান করে জিততে পেরেছি। ফাইনাল ম্যাচেও ব্যাটসম্যানদের কাছে এটাই চাওয়া ছিল। তবে শেষ পর্যন্ত অনেক ভালো করেছে বোলাররা।’
দলের ব্যাপারে কথা বলার পাশাপাশি ভারতের প্রশংসা করেন মাশরাফী। তিনি বলেন, ‘আমি বোলারদের সাথে বারবার কথা বলেছি। তাদের ভালো করতে উৎসাহ দিয়েছি। ভারতীয় ব্যাটসম্যানরা মাঝপথে বড় শট খেলার চেষ্টা করছিলো। তাই আমি পেসারদের দিয়ে তাদের রান আটকানোর চেষ্টা করছিলাম। মুস্তাফিজকে দিয়ে ৪৯তম ওভার করানোর কারন হলো, তাদেরকে চাপে ফেলা। ঐ সময় স্পিনারদের আক্রমনে আনতে চাইনি। ভারত পরিকল্পনা অনুযায়ী খেলে জিতেছে।’ তথ্য সূত্রঃ বাসস