নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

8
9

স্টাফ রিপোর্টার

“মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধায়” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়েছে। সোমবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রবীন হিতৌসী সংঘের সহযোগীতায় র‌্যালী, আলোচনা সভা ও ২ জনকে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়। র‌্যালীটি জেলা প্রশাসকের চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন।

জেলা প্রবীন হিতৌসী সংঘ, নড়াইলের সভাপতি ডাঃ আব্দুল ওহাবের সভাপতিত্বে ডিডিএলজি মোঃ মনিরুজাজামান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, সমাজসেবার উপ-পরিচালক রতন কুমার হালদার, সমাজ সেবক ইঞ্জিনিয়ার শৈলেন্দ্র নাথ সাহা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। সভাশেষে সাবিকুল নাহার উর্মিকে মমতাময়ী ও মোঃ তাহামিদ জামান তুষারকে মমতাময় হিসাবে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়।