নড়াইলে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সপ্তাহর উদ্বোধন

5
13

স্টাফ রিপোর্টার

নড়াইলে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সপ্তাহ (১-৭ অক্টোবর ) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে নড়াইল পৌর সানফ্লাওয়ার এন্ড প্রিপারেটরি স্কুলে এ কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ আসাদ উজ- জামান মুন্সি।

এ কর্মসূচির আওতায় জেলায় ৫-১৬ বছর বয়সী ৫৮১ টি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৯৪ জন এবং ১৫১ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬১ হাজার ১৭ জন ছাত্র-ছাত্রীকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে এবং ক্ষুদে ডাক্তার কর্তৃক সকল ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা (উচ্চতা ও ওজন পরিমাপ এবং দৃষ্টি শক্তি পরীক্ষা) করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ মোঃ জসিমউদ্দিন, নড়াইল পৌর সভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভীন, সিভিল সার্জন অফিসের সিনিয়ার স্বাস্থ্য কর্মকর্তা ফোরকান আলী, বিদ্যালয়ের শিক্ষক- ছাত্রছাত্রী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।