নড়াইলে ৩দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

20
21

স্টাফ রিপোর্টার

“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে শুরু হল ৩দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় একটি শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে ঐ স্থানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত সচিব (প্রশাসন) অর্থ মন্ত্রণালয় আঃ গাফফার খান।

জেলার লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নড়াইল ও লোহাগড়ায় অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডঃ শেখ হাফিজুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রমা রানী রায়,জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী , জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, সিভিল সার্জন ডাঃ আসাদ-উজ জামান মুন্সি, সদর সদর হাসপাতালের তত্ত্বধায়ক মোঃ জসিম উদ্দিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী , গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা, আইনজীবী, সরকারী কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তিনদিনব্যাপী এই মেলায় জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তর, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানসহ শতাধিক স্টলের মাধ্যমে বিগত সময়ে সরকারের উন্নয়ন সংক্রান্ত তথ্য ও চিত্র তুলে ধরা হবে।

এ মেলা উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, তথ্য ও প্রামান্য চিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, উন্নয়ন সম্পর্কিত কুউজ প্রতিযোগিতা, পিঠা উৎসব, গ্রামীণ খেলাধুলা, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।