নড়াইল এক্সপ্রেস মাশরাফী ও জুনিয়র মাশরাফীর শুভ জন্মদিন আজ

183
23

স্টাফ রিপোর্টার

আজ ৫ অক্টোবর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক, নড়াইল এক্সপ্রেস মাশরাফী বিন মর্তুজা ও জুনিয়র মাশরাফী সাহেল মোর্ত্তজার জন্মদিন।

নড়াইল এক্সপ্রেস ৩৫টি বছর পার করে ৩৬ বছরে পা দিয়েছেন। এদিকে মাশরাফী তনয় জুনিয়র মাশরাফী সাহেল মোর্ত্তজা ৪ বছর পেরিয়ে ৫ বছরে পা দিয়েছেন। একই দিনে বাবা ও ছেলের জন্মদিন তাদের পরিবারে ভিন্ন আমেজের সৃষ্টি করেছে।

নড়াইল এক্সপ্রেস মাশরাফী বিন মোর্ত্তজা কৌশিক ১৯৮৩ সালের ৫ অক্টোবর চিত্রা নদী বিধৌত সবুজ শ্যামল নড়াইল শহরের মহিষখোলা গ্রামের গোলাম মোর্ত্তজা স্বপন এবং হামিদা বেগম বলাকার কোল আলো করে আসেন মাশরাফী। দুই ভাইয়ের মধ্যে মাশরাফী বড়। ছোট ভাই সিজার মাহমুদও ক্রিকেট নিয়েই সময় কাটান।

মাশরাফী ২৩ বছর বয়সে ২০০৬ সালের ৭সেপ্টেম্বর নড়াইল শহরে আলাদাতপুরের মেয়ে সুমনা হক সুমির সাথে জীবনের নতুন ইনিংস শুরু করেন। শ্বশুর মরহুম সিরাজুল হক এবং শাশুড়ি হোসনে আরা একজন স্কুল শিক্ষিকা।
ক্রিকেট তারকার এটি ৩৫তম জন্মদিন হলেও এর আগে কখনো আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা হয়নি। মাশরাফী জন্মদিন পালন করা মোটেও পছন্দ করেন না।

অগণিত ভক্ত শুভেচ্ছা জানানোর মাশরাফীর স্ত্রী সুমনা হক সুমি ও মাশরাফী ও জুনিয়র মাশরাফীকে শুভেচ্ছা জানাতে কালবিলম্ব করেননি। রাতেই সুমি তার ফেসবুকে স্বামী ও ছেলের দুটি ছবি পোষ্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এদিকে ছেলে ও নাতির জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফীর পিতা গোলাম মোর্ত্তজা স্বপন ও মা হামিদা বেগম বলাকা। ক্রীড়াঙ্গনে বাংলাদেশ যাতে আরো ভাল করতে পারে সে জন্য মাশরাফীসহ দেশের সকল খেলোয়াড়দের জন্য তারা দোয়া চেয়েছেন। শুভ জন্মদিন অধিনায়ক মাশরাফী ও জুনিয়র মাশরাফী।