সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে জামায়াত নেতার বিচারের দাবিতে মানববন্ধন

4
9

স্টাফ রিপোর্টার

নড়াইলের পল্লিতে সংখ্যালঘুদের উপর অত্যাচারকারি জামায়াত নেতা বিল্লাল হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে নড়াইল প্রেসক্লাবের সামনে সদর উপজেলার হিজলডাঙ্গা গ্রামবাসির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন পিপিএম কাছে স্মারক লিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, হিজলডাঙ্গা গ্রামের তাপস বিশ্বাস, সুজন গাইন, প্রনব রায়,তাপন বিশ্বাস প্রমুখ। মানববন্ধনে হিজলডাঙ্গা গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর মুলিয়া ইউনিয়নের ননীখির এলাকার জামায়াত নেতা বিল্লাল হোসেন একই ইউনিয়নের পার্শ্ববর্তী হিজলডাঙ্গা গ্রামের তাপস বিশ্বাসকে বিনা কারনে ডেকে নিয়ে বেধড়ক মারধোর করে এবং স্থানীয় হিন্দুদের উদ্যেশ্যে অকর্থ ভাষায় গালি গালাজ করে। জানা গেছে, গত ১৫ বছর আগে বিল্লাল হোসেন হিন্দুু অধ্যষিত ননীক্ষীর গ্রামে এসে বসতি স্থাপন করেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় পাড়া-প্রতিবেশী নিরীহ হিন্দু সম্প্রদায়ের মানুষকে গালিগালজসহ তাদের মারধরের অভিযোগ রয়েছে।