স্পোর্টস ডেস্ক
সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছে বাংলাদেশ। অপরাজিত দল হিসেবেই অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছে বাংলাদেশ। চাংলিমিথাং স্টেডিয়ামে রবিবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনালে নেপালকে ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশ। গ্রুপ পর্বের ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনাল ততটা সহজ হয়নি বাংলাদেশের। খেলার প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি।
বিরতির পর মাসুরা পারভীনের একমাত্র (১-০) গোলে এগিয়ে যায় বাংলাদেশ। স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশী সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। এরপর গোলের পর ব্যবধান বাড়ানোর জন্য প্রচেষ্টা চালায় বাংলাদেশের খেলোয়াড়রা। নেপালীরা বিক্ষিপ্ত কিছু আক্রমণ করলেও সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জিতেই সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।