দেশে মেয়েদের পাশাপাশি ছেলেরাও আগামী দিনে ফুটবলে ভাল করবেঃ প্রধানমন্ত্রী

16
11

স্পোর্টস ডেস্ক

সরকার দেশে ফুটবলের উন্নয়নে সবকিছু করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেয়েদের পাশাপাশি ছেলেরাও আগামী দিনে ফুটবলে ভাল করবে।

শেখ হাসিনা বলেন, ‘এই ফুটবল খেলার আরো উন্নতি করতে প্রশিক্ষণসহ যা যা করণীয় সেটা আমরা করবো। এটুকু আমি আপনাদের কথা দিতে পারি।’

শুক্রবার (১২ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণে একথা বলেন। ফাইনালে ফিলিস্তীন টাইব্রেকারে ৪-৩ গোলে তাজিকিস্তানকে পরাজিত করে ৫ম বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবলের শিরোপা জয় করে নেয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠে বসে ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে দলগত ট্রফি এবং ব্যক্তিগত পুরস্কার বিতরণ করেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

তিনি ভাষণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ফিলিস্তীন এবং রানার্স আপ তাজিকিস্তান দলের খেলোয়াড়, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।