নড়াইলে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

5
20

স্টাফ রিপোর্টার

নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নড়াইলের প্রথম নারী জেলা প্রশাসক আনজুমান আরা বেগম। ১৬ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে নড়াইলে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত জেলা প্রশাসক আনজুমান আরা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি এনামূল কবীর টুকু, নড়াইল জেলা প্রেস ক্লাবের সভাপতি মস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক কার্তিক দাস, মলয় ননদী, এম মূনির চৌধুরী, কাজী হাফিজুর রহমান, সাইফুল ইসলাম তুহিনসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।

এর আগে সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরীর কাছ থেকে ১০ অক্টোবর দ্বায়িত্ব বুঝে নেন নবাগত জেলা প্রশাসক আনজুমানমান আরা বেগম। এর আগে কখনও নড়াইলে কোন নারী জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেননি। আনজুমানমান আরা বেগমই নড়াইলের প্রথম নারী জেলা প্রশাসক।