স্টাফ রিপোর্টার
বাংলাদেশের লোকসঙ্গীতের অন্যতম ধারা জারি ও মরমী গানের পুরোধাপুরুষ জারিসম্রাট চারণ কবি মোসলেম উদ্দীনের ১১৫তম জন্মজয়ন্তী ও মধুপূর্ণিমা উদযাপন উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘মোসলেম মেলা’। সোমবার (২২ অক্টোবর) রাতে কবির জন্মস্থান সদর উপজেলার তারাপুর গ্রামে এ মেলার উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা।
জারী সম্রাট মোসলেম স্মৃতি পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ গোলাম নবী, ঢাকাস্থ নড়াইল সমিতির সভাপতি প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহাসহ অনেকে।
দু’দিনব্যাপী মেলার কর্মসূচির মধ্যে রয়েছে গ্রামীণ খেলাধুলা, চারণ কবির জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, মোসলেম সঙ্গীত, নাটক, জারিগান, দোয়া অনুষ্ঠান। মোসলেম মেলাকে ঘিরে কবির বাড়ির আশপাশে শতাধিক দোকান বসেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত মোসলেম ভক্তদের যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে।
মোসলেম উদ্দীন জারিগানের পাশাপাশি কবিগান, ভাবুকগান এমনকি ঝুমুর যাত্রাগানের অদ্বিতীয় প্রবাদ পুরুষ জারি সম্রাট মোসলেম উদ্দিন। তিনি ২০টি জারি গানের পালা কাহিনী, প্রশ্ন জবাব, ব্যঙ্গ কিংবা উপদেশ, ধুয়া গান, ভজন, বিচ্ছেদ, ভাব, ভাটিয়ালি, অষ্টক, কীর্তন, হালুই, সারি, হামদ, নাত-এ-রাসুল, খাঁজার গান, দেশাত্ববোধক, শ্লেষাত্মক, রণসঙ্গীত, কৃষির গান ইত্যাদি বিষয়ে দেড় সহস্রাধিক গান রচনা করেছেন।
কর্মের স্বীকৃতি হিসেবে ১৯৬৯ সালে চারণ কবি মোসলেম উদ্দীন জারি সম্রাট উপাধি, ১৯৭৬ সালে ফররুখ আহমেদ সাহিত্য স্বর্ণপদক(গীতি কবিতায়) সহ অসংখ্য পুরস্কার লাভ করেছেন।
মরমী মোসলেম উদ্দিন ১৯০৪ সালের ২৪ এপ্রিল নড়াইল সদর উপজেলার তারাপুর প্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৯০ সালের ১৯ আগস্ট পরলোকগমন করেন।