স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ জেলার চৌহালীতে মা ইলিশ রক্ষা অভিযানে ২৫,০০০ মিটার কারেন্ট জাল জব্দ, ৭ জেলের অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, উপজেলার বাঘুটিয়া ও ঘোড়জান ইউনিয়ন সংলগ্ন যমুনা নদী এবং ভূতের মোড় বাজারে দিনব্যাপী মা ইলিশ রক্ষার অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ২২ টি কারেন্ট জাল (২৫,০০০ মিটার) ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ এবং ০৭ জেলেকে ইলিশ মাছ ধরার অপরাধে ৫০০০/- টাকা করে মোট ৩৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ ও কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধবংস করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন চৌহালী উপজেলার ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনিসুর রহমান ও সার্বিক সহযোগিতা করেন জনাব মোঃ সোলায়মান হোসেন, উপপরিদর্শক, চৌহালী থানা এবং জনাব মোঃ মাসুম বিল্লাহ,সহকারী মৎস্য কর্মকর্তা, জনাব মো: শফিকুল ইসলাম, ক্ষেত্র সহকারী, উপজেলা মৎস্য অফিস, চৌহালী, সিরাজগঞ্জ।