স্টাফ রিপোর্টার
“গ্রীন নড়াইল-ক্লিন নড়াইল” কর্মসূচী বাস্তবায়নে নড়াইলে নদী ও খালের কচুরিপানা পরিস্কার কর্মসূচী শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার (২৭ অক্টোবর) সকালে সদর উপজেলার গারোচোরা খালের কচুরীপানা অপসারনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন,পানি উন্নয়ন বোড এর নির্বাহী প্রকৌশলী মো.শাহনেওয়াজ, কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক চিন্ময় চক্রবর্তী,স্থানীয় সরকারের উপপরিচালক মো: মনিরুজ্জামান, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মো.ইয়ারুল ইসলাম,অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুর রশীদ,চেম্বারের সভাপতি মো.হাসানুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি এ্যাড.আলমগীর সিদ্দিকী, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু,কাজী জহির প্রমুখ। ক্লিন নড়াইল, গ্রীন নড়াইলের আওতায় নড়াইলের বিভিন্ন নদ নদী খাল বিল থেকে কচুরীপানা দিয়ে জৈব সার তৈরী, সে সার ব্যবহারের মাধ্যমে কৃষকদের রাসায়নিক সারের উপর নির্ভরতা কমানো, খালে মৎস চাষ এবং এর কারনে মশা মুক্ত হবে বলে মনে করেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ। এলাকার সর্বস্তরের মানুষের সহায়তায় জেলার ৩টি উপজেলায় একই সাথে কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।