স্টাফ রিপোর্টার
সারাদেশে আজ দ্বিতীয় দিনের মতো শ্রমিক ধর্মঘট চলেছে। যানবাহন বন্ধ থাকায় সারাদেশে জনসাধারণের চলাচল সীমিত হয়ে পরেছে । এরই মাঝে এক পশলা বৃষ্টির মতো কাজ করছে অটোরিকশা ও ভ্যান চালিত ক্ষুদ্র যান। যাত্রী সাধারণ গন্তব্যে রওনা হচ্ছেন অটোরিকশা ও ভ্যানে করে।
আজ সোমবার সকালে সরেজমিনে শাহজাদপুর ও উল্লাপাড়ার মহাসড়কের বিভিন্ন স্থানে অটোরিকশা ও ভ্যানের সংখ্যা অন্যান্য দিনের চেয়ে বেশি দেখা যায়। এসময় যাত্রীদের সাথে কথা বললে তারা জানায়, মহাসড়কে বাস, ট্যাম্পু ও সিএনজি চলাচল বন্ধ থাকায় তারা মহাবিপদে পরেছে। অনেক সময় লাগলেও অনেকেই কর্মস্থলে যাওয়ার জন্য বিকল্প হিসেবে এই অটোরিকশাই ব্যাবহার করছে।
এদিকে সুযোগে সৎ ব্যাবহার করছে এই অটোরিকশা ও অটোভ্যানের চালকরা। অবরোধে যান চলাচল বন্ধ হওয়ায় তাঁরাও অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকেই। খোঁজ নিয়ে তাদের অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। এদিকে অবরোধের কারনে বন্ধ রাখা যানবাহন মহাসড়কের বিভিন্ন স্থানে বন্ধ অবস্থায় দেখা যায়।