স্টাফ রিপোর্টার
নড়াইলের সদর হাসপাতাল এলাকা থেকে তিনজন নারীসহ মোট পাচ দালালকে আটক করে তিনদিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, নড়াইল সদরের ডুমুরতলা গ্রামের নাহার বেগম (৫০) ভওয়াখালী গ্রামের লাবনী বেগম (৫৫) দুগাপুর গ্রামের অনুফা খানম (৫০) আলাদাতপুর গ্রামের আনিসুল জলিল(৪০) ও মুসুড়ি গ্রামের পলাশ কান্তি। এরা দীর্ঘদিন ধরে নড়াইল সদও হাসপাতাল চত্বরসহ বিভিন্ন এলাকায় রোগব্যাধি ভালো করার নামে বিভিন্ন ক্লিনিকে রোগিদের নিয়ে আসতকরে । বাংলাদেশ দণ্ডবিধির ১৮৬ ও ২৯১ ধারায় তাদেরকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।