একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় নড়াইলে আনন্দ মিছিল

5
18

স্টাফ রিপোর্টার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় নড়াইলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ২৩শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। পরে ঐ স্থানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উজ্জল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেতা হফিজ খান মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিটুল কুন্ডু, জেলা ছাত্ররীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাধনসহ অনেকে। এ সময় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মি উপস্থিত ছিলেন।