বিনামূল্যে ৪শ’ জন কৃষকদের মধ্যে জিংকসমৃদ্ধ ধানবীজ বিতরণ করলো নড়াইল এক্সপ্রেস
স্টাফ রিপোর্টার
নড়াইলে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে আর্ন্তজাতিক ধান গবেষণা ইনিস্টিউটের সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্বাবধায়নে নড়াইল সদরে ৪শ কৃষকের মাঝে ৫ কেজি করে বীজ বিতরণ করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফির পিতা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মর্তুজা স্বপনের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুাপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায়, আর্ন্তজাতিক ধান গবেষনা ইনিস্টিউট (ইরি) বাংলাদেশ এর প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারী, ইরি’র কৃষিবিদ ড. মোর্শেদ আলম, নড়াইল কণ্ঠ’ পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বসিরুল হক প্রমুখ।
পরে প্রধান অতিথি জেলা প্রশাসক অন্যান্য অতিথিদেরকে সঙ্গে নিয়ে ৪শ প্রান্তিক কৃষকদের প্রত্যেককে ৫কেজি করে ধানবীজ বিতরণ করেন। এ সকল বীজের মধ্যে রয়েছে, ব্রি ধান-৫৮, ৬৭, ৬৮, ৬৯, ৭৪, বিনা-১০, ১৪, ১৭, ১৮ ও ১৯।
উল্লেখ্য, এ মাসের মধ্যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ে লোহাগড়া উপজেলায় ৫শত এবং কালিয়া উপজেলায় ১শ কৃষককে এসব জাতের ধানের বীজ বিনা মূল্যে বিতরণ করা হবে। # ছবি সংযুক্ত।