নড়াইলে নিজ গ্রাম ধুড়িয়ায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সহধর্মিণীর দাফন সম্পন্ন

51
21

স্টাফ রিপোর্টার

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বুধবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত কারণে গত ২৭ অক্টোবর হাসপাতালে ভর্তি হন।

ফজিলাতুন্নেসার নিকটাত্মীয় আসাদ রহমান জানান, বৃহস্পতিবার নড়াইলের ধুড়িয়া গ্রামে ফজিলাতুন্নেসাকে দাফন করা হয়েছে। অসুস্থ হওয়ার আগে ফজিলাতুন্নেসা নড়াইল শহরের বাড়িতেই বসবাস করতেন। তিন মেয়ে ও এক ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।
মুক্তিযুদ্ধের রণাঙ্গণের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। নূর মোহাম্মদের জন্মস্থান মহিষখোলার নাম পরিবর্তন করে ২০০৮ সালের ১৮ মার্চ ‘নূর মোহাম্মদনগর’ করা হয়।
নূর মোহাম্মদ শেখ ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগদান করেন। বর্তমানে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি) নামে প্রতিষ্ঠিত। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করে ১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলি হন। পরে ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান নূর মোহাম্মদ। ১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ চলাকালীন সময়ে যশোরের শার্শা থানার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন। এ সময় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ৮নম্বর সেক্টর কমান্ডার ছিলেন কর্ণেল (অব:) আবু ওসমান চৌধুরী এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কমান্ডার ছিলেন মেজর এসএ মঞ্জুর। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মৃতুবরণ করেন নূর মোহাম্মদ। যশোরের শার্শা থানার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন।

মেয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী ফজিলাতুন্নেছা

স্টাফ রিপোর্টার

মেয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের সূর্য্য সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা (৮০)। বৃহস্পতিবার এশার নামাযের পর ৪র্থ জানাযা শেষে রাত ৮ টার দিকে গ্রামের বাড়ি সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ধুড়িয়া গ্রামে ৪র্থ জানাযা শেষে তাঁকে দাফন করা হয়।
এর আগে দুপুর তিনটার দিকে ফজিলাতুন্নেছার লাশবাহী গাড়ীটি শহরের কুড়িগ্রামের নিজ বাসভবনের সামনে পৌঁছায়। এসময় পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের আহাজারীতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

বাদ আসর নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাযের পূর্বে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল সদর) মোঃ শরফুদ্দিন ও মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

দ্বিতীয় জানাযার নামাযে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজিম উদ্দিন রুবেল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডঃ এস এ মতিন, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মর্তুজা স্বপন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচিব মোঃ আজিজুর রহমান ভূইয়া সহ নানা শ্রেণীপেশার মানুষ।
পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সন্তান শেখ মোঃ মোস্তফা কামাল। তিনি তাঁর মায়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

দ্বিতীয় জানাযা শেষে মহান বীরের জন্মস্থান নূর মোহাম্মদ নগরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কমপ্লেক্স চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়। পরে ফজিলাতুন্নেছার স্মৃতি বিজড়িত ধুড়িয়া গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে এলাকাবাসীল অংশগ্রহণে ৪র্থ জানাযা শেষে মেয়ের কবরের পাশে দাফন চির নিদ্রায় শায়িত করা হয়। এর আগে বিজিবির সদর দপ্তরে প্রথম জানাযার নামায অনুষ্ঠিত হয়।

গ্রামের বাড়িটি বেশ কয়েক বছর আগেই একটি মাদ্রাসা দান করে যান ফজিলাতুন্নেছা। সেখানে একটি মসজিদও নির্মাণ করা হয়েছে।
ফজিলাতুন্নেছা বুধবার (২১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, নাতি, নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। এছাড়া নূর মোহাম্মদ শেখের প্রথম স্ত্রীর প্রথম স্ত্রীর একটি ছেলে ও একটি কন্যা সন্তান এবং দ্বিতীয় স্ত্রী ফজিলাতুন্নেছার ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে।

ডায়াবেটিস, কোমরে ব্যাথা ও বার্ধক্যজণিত কারনে অসুস্থ্য হয়ে পড়লে ২৭ অক্টোবর ঢাকায় বিজিবির পিলখানা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে ওঠেন। হবে হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়লে গত মঙ্গলবার (২০ নভেম্বর) ঢাকা সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় ২১ নভেম্বর সন্ধ্যায় মারা যান।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সাথে ফজিলাতুন্নেছার বিয়ে হয় ১৯৬৪ সালে। বিয়ের ৭ বছর পর স্বামী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হওয়ার পর স্বামীর স্মৃতি স্বরুপ দুটি কন্যা সন্তান নিয়ে বাকী জীবন কাটিয়ে দেন।