জাতীয় সংসদে শিক্ষক সমাজের প্রতিনিধি রাখার দাবিতে নড়াইলে সংবাদ সম্মেলন

2
24

স্টাফ রিপোর্টার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষক নেতাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ নড়াইল জেলা কমিটির নের্তৃবৃন্দ। শুক্রবার (২৩ নভেম্বর) দুপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) জেলা শাখার আয়োজনে নড়াইল প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ নড়াইল জেলা শাখার আহবায়ক নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন মোল্যা, নড়াইল স্বাশিপ-এর সদস্য আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মল্লিক, মির্জাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আকতার হোসেন, মাইজপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রবীর কুমার বিশ্বাস, মাহবুবুল ইসলাম প্রমুখ।

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষক সমাজ যুগ যুগ ধরে দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন ও পেশাগত মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জাতীয় সংসদে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি থাকলেও দেশের বৃহত্তম পেশার ১৪ লক্ষ শিক্ষক কর্মচারিদের কোন প্রতিনিধি নেই। আগামি সংসদে শিক্ষকদের যোগ্য প্রতিনিধি থাকা প্রয়োজন। এক প্রস্তাবে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান আলম সাজুকে ব্রাক্ষ্মনবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিলে শিক্ষক সমাজ বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে কাজ করে আওয়ামী লীগকে বিজয়ী করতে সহায়ক ভ’মিকা পালন করবে। এ ব্যাপারে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন।