নড়াইল ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে দত্তপাড়া উদয়ন যুব সংঘ চ্যাম্পিয়ন

4843
67

স্টাফ রিপোর্টার

নড়াইল ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সদরের আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আউড়িয়া যুব সংঘ ও এলাকাবাসীর যৌথ আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দত্তপাড়া উদয়ন যুব সংঘ ৩-২ গোলে পংকবিলা স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি খেলা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডঃ তোজাম্মেল শেখ। এ সময় যুবলীগ নেতা খোকন সাহা, ওয়াহিদুর জ্জামান ইকবাল,মোঃ জাঙ্গীর সিকদার সহ এলঅকার বিপুল সংখ্যক ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন। এ খেলায় ১৬টি দল অংশ গ্রহণ করছে।