শাহজাদপুরে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

3
6

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশ ও এলিট ফোর্স র‌্যাব-১২ (সিরাজগঞ্জ) এর সদস্যদের পৃথক অভিযানে গাজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। রোববার তাদের সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শাহজাদপুর থানার ডিউটি অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে এসআই তৈয়বসহ থানা পুলিশের একটি দল শনিবার রাতে উপজেলার সদামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোঃ মজিদ এর মুদী দোকানের সামনে কাচা রাস্তা সংলগ্ন এলাকা থেকে ৩’শ গ্রাম গাজাসহ শেলাচাপড়ী মহল্লার মৃত আইয়াল মোল্লার ছেলে গাজা ব্যবসায়ী আকিমুদ্দিনকে গ্রেফতার করে ।

অপরদিকে, শনিবার (২৪ নভেম্বর) রাতে র‌্যাব-১২ (সিরাজগঞ্জ) এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর উপজেলার গাড়াদহ দক্ষিণপাড়া মহল্লার ইউনুস আলীর ছেলে ইয়াবা ব্যবসায়ী জাহিদুল (২৮) কে ১৮ পিছ ইয়াবাসহ এবং শক্তিপুর মহল্লার মৃত কালাম শেখের স্ত্রী ইয়াবা ব্যবসায়ী স্বরবানু (৪০) কে ১৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

উল্লেখ্য, আটক ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার তাদের সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।