নড়াইল-১ থেকে বিএনপির কর্নেল সাজ্জাদের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

1886
94

স্টাফ রিপোর্টার

নড়াইল-১ আসন (নড়াইল- কালিয়া) থেকে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর ছাড়াও কর্নেল সাজ্জাদকে বিএনপি থেকে মনোনয়ন দেয়ার প্রতিবাদে এবং তার মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কালিয়া ও নড়াগাতি বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি ওযাাহিদুজামান মিলুসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর সময়- অসময়ে দীর্ঘ দিন ধরে নির্যাতিত বিএনপির নেতা কর্মিদের পাশে রয়েছে এবং জেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। তাকে বিএনপি থেকে মনোনয়ন দেয়ার পরও আওয়ামীলীগের কর্নেল সাজ্জাদকেও বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে। সে বিএনপির সাথে কোন দিনই ছিলো না, সে আওয়ামী লীগের লোক। বিএনপি থেকে কর্নেল সাজ্জাদদের মনোনয়ন বাতিলের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান বক্তারা।