লোহাগড়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত

30
12

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় বৃহস্পতিবার (২৯ নভেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত নড়াইলের জেলা শিক্ষা অফিসার এস এম সাইদুর রহমান । মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী জেলা শিক্ষা অফিসার খায়রুল আনাম মোঃ আফতাবুর রহমান, লোহাগড়া উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ফজলুল করিম, জেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক ফকির অহিদুজ্জামান, লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতির একাংশের সভাপতি প্রধান শিক্ষক আমিনুর রহমান, লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতির অপর অংশের সভাপতি প্রধান শিক্ষক কে এম রিজাউল ইসলাম, প্রধান শিক্ষক হাসানুজ্জামান, মোহিদুর রহমান মোরাদ, আমির হোসেন, আছাদুজ্জামান, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক প্রভাষক আবু আব্দুল্লাহ প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও প্রভাষক ও সুপারগণ উপস্থিত ছিলেন। জেলা শিক্ষা অফিসার তার বক্তব্যে বলেন, আমরা কে কোন পদে আছি সেটা বড় কথা নয়, আমাদের বড় পরিচয় আমরা সবাই শিক্ষক পরিবারের লোক। আমরা এক অপরের সহযোগিতার মাধ্যমে শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করে যাব। তিনি আরো বলেন,মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা এবং শিক্ষকের ভ’মিকা সবচেয়ে বেশী। এ লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার মান উন্নয়নে নানামূখী উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাব।