নড়াইলে ছাত্র নেতা শহীদ সুব্রত সাহা মানিকের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত

2009
20

স্টাফ রিপোর্টার

নড়াইলে ৯০-এর গণ আন্দোলনের অন্যতম ছাত্র নেতা জামায়াত শিবিরের হাতে নিহত শহীদ সুব্রত সাহা মানিকের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার (৩০ নভেম্বর) ৯০-এর গণ আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দের আয়োজনে শহীদ মানিকের স্মৃতিস্তম্ভে পুস্প মাল্য অর্পন, গণভোজ, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে অবস্থিত মানিকের স্মৃতিস্তম্ভে ৯০-এর গণ আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমালা অর্পণ করা হয়। পরে দুপুরে গণভোজ অনুষ্ঠিত হয়। বিকেলে সুলতান মঞ্চ থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে বঙ্গবন্ধু মঞ্চে এক স্মরণ সভায় তৎকালীন ছাত্রলীগ নেতা আবু ফেরদৌস মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল কুমার সাহা, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু, ৯০-এর গণ আন্দোলনের ছাত্র নেতা পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, মনিরুজ্জাামান মনি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, মাহামুদুল হাসান কয়েচ,কাজী বশিরুল হক, কামরুজ্জামান খান তুহিন, আওয়ামী লীগ নেতা মিটুল কুন্ডু, মিলন খান, জেলাা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জল, জাতীয় মহিলা পরিষদ নড়াইলে চেয়ারম্যান মহিলা সালমা রহমান কবিতা, আওয়ামী লীগ নেতা আঞ্জুমান আরাসহ অনেকে।

প্রসঙ্গত, এরশাদ বিরোধী আন্দোলনের উত্তাল মুহূর্তে ২৫ নভেম্বর বেলা ১১টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্র ছাত্রলীগ নেতা মানিক ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে গেলে পূর্ব পরিকল্পিতভাবে জামায়াত শিবিরের ক্যাডাররা তার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। পরে ৩০ ডিসেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।