নড়াইলে ফায়ার সার্ভিস ও ডিফেন্সের গণসচেনতা বৃদ্ধিমূলক মহড়া অনুষ্ঠিত

2
10

স্টাফ রিপোর্টার

নড়াইলে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় কি করনীয় সে বিষয়ে গণসচেনতা বৃদ্ধি মূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌরসভা এলাকার গো-হাট খোলা বস্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নড়াইল এর আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

অগ্নিকাণ্ড ও ভূমিকম্প সময় কি করনীয়, অগ্নিকাণ্ড বন্ধের বিভিন্ন কৌশল এবং আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে হাসপাতালে প্রেরনসহ বিভিন্ন বিষয়ে গণসচেনতা বৃদ্ধি মূলক মহড়া অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নড়াইলের উপ-সহকারি পরিচালক মোঃ শামীমুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নড়াইলের ষ্টেশন অফিসার শেখ আহাদুজ্জামান,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নড়াইলের কর্মকর্তা, কর্মচারীসহ বস্তি নারী-পুরুষ-শিশু, সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন।