নিউজ ডেস্ক
বীরপ্রতীক তারামন বিবি (৬২) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সদরে নিজ বাসায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন। আজ শনিবার বাদ জোহর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এক শোকবাণীতে স্পিকার বলেন, একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমী ছিলেন তারামন বিবি। তাঁর মৃত্যুতে দেশ মুক্তিযুদ্ধের এক অকুতোভয় বীরসেনানীকে হারালো। এ দেশের মুক্তির জন্য তাঁর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
মাত্র ১৩/১৪ বছর বয়সে ১১ নং সেক্টরের একটি ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের রান্নাবান্নার করার জন্য তারামন বিবির আগমন হয়৷ সেখানে তিনি অস্ত্র চালনোর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধে তার সাহসের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাঁকে বীরপ্রতীক খেতাব প্রদান করে।বীর প্রতীক মোসাম্মৎ তারামন বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।