গত ১ বছরে মাশরাফীর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কার্যক্রম

18
63

নিউজ ডেস্ক

নড়াইলের মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে জাতীয় ওয়ান ডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। মঙ্গলবার (৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি সবসময় উপভোগ করেছি মানুষের জন্য কাজ করতে পারা, এটা আমার ছোট বেলার সখ ছিলো বলতে পারেন, ছোট বেলার চাওয়া পাওয়া ছিল’। সে যায়গা থেকে মানুষের জন্য বড় পরিসরে কিছু করার জন্যই তাঁর এই নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন প্রতিষ্ঠা তিনি উল্লেখ করেন। মাশরাফীর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের গত ১ বছরের কার্যক্রম (নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন গ্রুপ থেকে উল্লেখিত) নিম্নরূপঃ

*নড়াইলে আন্তর্জাতিক মান সম্মত প্যাথোলজি সেবা প্রতিষ্ঠান “থাইরোকেয়ার” এর কার্যক্রম শুরু করা হয়েছে।

*নড়াইল বাসীর জরুরী স্বাস্থ্য সেবার জন্য এম্বুলেন্স সার্ভিস চালু।

*সুবিধা বঞ্চিত মানুষের সাহায্যে এবং নড়াইলবাসীর বিনোদনের জন্য আয়োজন করা হয় “concert for the Helpless” । এই কনসার্ট থেকে উপার্জিত
সম্পূর্ণ অর্থ (৬,৬৫,০০০ টাকা) নড়াইলের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

*নড়াইলের যুব সমাজকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বনির্ভর করার ব্যাপারে “Youth For Changes” শীর্ষক সেমিনার ও কর্মশালার আয়োজন করে।

*নড়াইল চৌরাস্তা ও রূপগঞ্জ বাজারে সম্পূর্ণ ফ্রি “Wi-fi” ইন্টারনেট সেবা চালু ও শহরের বিভিন্ন পয়েন্টে দিক নির্দেশনা স্ট্যান্ড বসানো হয়েছে।

*জেলা প্রসাশন ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যৌথ পরিকল্পনা ও অর্থায়নে নড়াইল ও লোহাগড়া পৌর এলাকায় ১২০ টি আধুনিক ডাস্টবিন স্থাপন করা হয়।

*IPDC Finance এর আর্থিক সহযোগিতায় সমগ্র নড়াইল জেলা থেকে ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলায় সেরা ৩০ জন করে খেলোয়াড় বাছাই করে সারা বছরব্যাপী
প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

*নড়াইল জেলার যে প্রত্যন্ত এলাকা গুলোতে বিদ্যুৎ সংযোগ নেই সেখানকার শিক্ষার্থীদের মধ্যে সোলার প্যানেল এবং লাইট বিতরণ করা হয়।

*ঢাকার বনানী ও বাড্ডায় অবস্থিত স্বনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান “Prescription Point” এর সাথে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মধ্যকার চুক্তি অনুযায়ী
নড়াইলের সকল মানুষ উক্ত প্রতিষ্ঠানে সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও সেবার উপর ৫০% ছাড় পাবে।

*প্রতি বছর নড়াইল জেলার দরিদ্র পরিবারের ২০ জন মেধাবী শিক্ষার্থী ঢাকায় অবস্থিত “অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” এ বিনামূল্যে পড়ার
সুযোগ পাবেন।

*নড়াইল জেলাকে নিয়ে একটি মাষ্টারপ্ল্যান তৈরীর লক্ষ্যে জেলা প্রশাসন ও স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে একাধিক বার বৈঠক সম্পন্ন ও এই বিষয়ে
একটি প্রাথমিক কমিটি গঠন।

*নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে উদ্যোগ ও সমন্বয়ে দেশের কিছু স্বনামধন্য স্থপতিদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় নড়াইলের পুরোনো ফেরিঘাট এবং এস এম
সুলতান ঘাটের চমৎকার স্থপত্য ডিজাইন সম্পন্ন করে বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে।

* আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান “IRRI” এর সহযোগীতায় নড়াইল জেলার ১০০০ প্রান্তিক কৃষকের মাঝে ৫ টন উন্নত মানের ধানের বীজ বিতরণ।

*নড়াইলবাসীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা “Dahua Technology এবং SydneySun International” এর সহযোগীতায় প্রাথমিক পর্যায়ে নড়াইল এবং লোহাগড়া পৌর এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে।

*লোহাগড়ায় পাবলিক টয়লেট ও নড়াইলে একটি মান সম্মত জিমনেশিয়ামের নির্মাণ কাজ চলমান।