নড়াইলের দুটি আসনে ১২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

2
234

স্টাফ রিপোর্টার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি আসন ( নড়াইল-১ ও নড়াইল-২ ) মোট ১২জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে নড়াইল-১ (কালিয়া -নড়াইল সদর ) আসন থেকে ৫জন এবং নড়াইল-২ (সদর ও লোহাগড়া) আসন থেকে ৭জন। আজ সোমবার জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ের সভাকক্ষে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আনজুমান আরা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ বাকাহিদ হোসেন,জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহম্মেদসহ বিভিন্ন প্রার্থীর প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।

নড়াইল-২ এ আওয়ামী লীগ প্রার্থী মাশরাফীর পক্ষে নড়াইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ অচীন চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডঃ ওমর ফারুকসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

নড়াইল-১ আসনে যেসব প্রার্থী নির্বাচন করছেন তারা হলেন- মহাজোট মনোনীত এ আসনের বর্তমান এমপি কবিরুল হক মুক্তি, ঐক্যফ্রন্ট ও ২০ দল মনোনীত জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা জাতীয় পার্টির (এরশাদ) সাধারণ সম্পাদক মোঃ মিল্টন মোল্যা, ইসলামী আন্দোলনের মোঃ খবির উদ্দিন ও এনপিপি (ছালু) জেলা সাধারণ সম্পাদক মোঃ মুনসুরুল হক। মোট ৫জন।

নড়াইল-২ আসনে যারা নির্বাচন করছেন তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা, ২০ দলীয় জোটের শরিক এনপিপির চেয়ারম্যান এ জেড এম ডঃ ফরিদুজামান, জেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম নাছির উদ্দিন, এনপিপি (ছালু) জেলা শাখার সভাপতি মোঃ মনিরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহাবুবুর রহমান ও জাসদ (রব) প্রার্থী ফকির শওকত আলী।