স্টাফ রিপোর্টার
শহীদ বুদ্ধিজীবী দিবস নড়াইলে পালিত হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে জেলা জজ কোর্ট এর উদ্যোগে নড়াইল বদ্ধ ভূমিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জেলা জজ মোঃ আব্দুল আহাদ শেখ, সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট মোঃ মোরশেদুল আলম, সহকারি জজ মোঃ রহমত আলী, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট নয়ন বড়াল, অতিরিক্ত পিপি ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকীসহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সন্ধ্যায় জেলা প্রশাসন ও প্রথম আরো বন্ধু সভার আয়োজনে শহীদ স্মৃতি স্তম্ভে পুস্প মাল্য অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।