ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্বের রেকর্ড মাশরাফীর

2
24

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড করলেন মাশরাফী বিন মোর্ত্তজা। শুক্রবার (১৪ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস করতে নেমেই এই বিশেষ রেকর্ডের অধিকারী হন নড়াইল এক্সপ্রেস। এপর্যন্ত ৭০টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন ম্যাশ। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে পেছনে ফেলে এগিয়ে গেলেন নড়াইল এক্সপ্রেস। ফলে পেছনে পড়ে গেলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বাংলাদেশকে ৬৯টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হাবিবুল।