শাহজাদপুরে বিএনপি প্রার্থীর বাড়িতে পুলিশের অভিযান, ২ নেতা গ্রেফতার

5
11

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির ধানের শীষের প্রার্থী ডঃ এমএ মুহিতের বাড়িতে অভিযান চালিয়েছে শাহজাদপুর থানা পুলিশের একটি দল। এসময় শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হীরু ও যুগ্ন সাধারণ সম্পাদক আরিফ কে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুর ১২:৩০ মিনিটে ধানের শীষের প্রার্থী মুহিতের শাহজাদপুর উপজেলার শ্রীফলতার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এর আগে গত ১১/১২/১৮ তারিখে শাহজাদপুরে আঃলীগ ও বিএনপি’র সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে ১২ জন আহত ও ৩ টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় । এরই জেরে বিএনপি ও অঙ্গসংগঠনের নামীয় ও অজ্ঞাত মিলে প্রায় ৩০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয় ।

এই বিষয়ে বিএনপি প্রার্থীর ডঃ এমএ মুহিত জানান, সরকারি দল ও পুলিশ প্রশাসন মিলিতভাবে আমাদের ওপর দমন পীড়ন শুরু করেছে। তারা বুঝতে পেরেছে যে, জনগণ আর তাদের অপশাসন চায় না। তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া।