ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর নড়াইলে নির্বাচনী জনসভা স্থগিত

362
46

স্টাফ রিপোর্টার

প্রাকৃতিক দূর্যোগের কারণে নড়াইলে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী জনসভা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৮ডিসেম্বর) বিকাল ৩টার নড়াইলের লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠানের কথা ছিল। জনসভায় নড়াইল-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মাশরাফীরও প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেয়ার কথা ছিল।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান আজ দুপুরে জানান, প্রাকৃতিক দূর্যোগের কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্ধারিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজকের নির্বাচনী জনসভা স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ পরে জানানো হবে।