সাকিবের কৃতিত্বে কুপোকাত ইন্ডিজ

1409
37

স্পোর্টস ডেস্ক

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৩৬ রানে জয় ছিনিয়ে এনেছে টাইগাররা। টসের বিপরীতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্চ ৬০ (৩৪) রান করেন ওপেনার লিটন দাস। দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদুল্লাহ ৪৩* (২১) ও সাকিব ৪২* (২৬) রান করেন। এছাড়া সৌম্য সরকার করেন ৩২ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শেলডন কট্রেল নেন ২ উইকেট। জয়ের জন্য ২১২ রানের টার্গেটে শুরুটা ভালো করলেও সাকিবের দুর্দান্ত বোলিং আক্রমণে পরাস্ত হয় ক্যারিবীয়ান ব্যাটসম্যানরা। ইন্ডিজের পক্ষে পাওয়েল সর্বোচ্চ ৫০ রান করেন। এছাড়া হোপ ও পল যথাক্রমে ৩৬ (১৯) ও ২৯ (১৬) রান সংগ্রহ করেন। ১৯ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে ইন্ডিজের দলীয় সংগ্রহ গিয়ে দাড়ায় ১৭৫ রান। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৫ উইকেট তুলে নিন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এছাড়া মুস্তাফিজ ২টি ও হায়দার, মিরাজ, মাহমুদুল্লাহ ১টি করে উইকেট নেন। ১-১ সমতা ফেরা তিন ম্যাচের সিরিজের ফলাফল মিলবে শনিবার শেষ টি-টোয়েন্টিতে।
ম্যাচ সেরাঃ সাকিব আল হাসান

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ২১১/৪ (তামিম ১৫, লিটন ৬০, সৌম্য ৩২, সাকিব ৪২*, মুশফিক ১, মাহমুদউল্লাহ ৪৩*; কটরেল ২/৩৮, টমাস ১/৪৩, ব্র্যাথওয়েট ০/৪৩, অ্যালেন ১/২৯, পল ০/৫৪)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৯.২ ওভারে ১৭৫ (লুইস ১, হোপ ৩৬, পুরান ১৪, হেটমায়ার ১৯, পাওয়েল ৫০, ব্রাভো ২, ব্র্যাথওয়েট ৮, অ্যালেন ০, পল ২৯, কটরেল ৩*, টমাস ০; আবু হায়দার ১/৩৩, সাইফ ০/৪২, মুস্তাফিজ ২/৫০, সাকিব ৫/২১, মিরাজ ১/২৩, মাহমুদউল্লাহ ১/১)।