শাহজাদপুরে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রার্থীদের সাথে ডিসির বৈঠক

4
16

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রার্থীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলার বিষয়ে জেলা প্রশাসক জনাব নাজমুন্নাহার সিদ্ধিকী প্রার্থীদের নিয়ে বৈঠক করেন।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে বিকাল ৩:০০ ঘটিকায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল হোসাইন খান বৈঠকের সত্যতা স্বীকার করে জানান, রুটিন ওয়ার্ক হিসেবে জেলা প্রশাসক মহোদয় প্রার্থীদের নিয়ে বৈঠক করেন।

নির্বাচনী আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রার্থীদের কোন অভিযোগ থাকলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জনাব কামরুন্নাহার সিদ্দিকা, পুলিশ সুপার জনাব টুটুল চক্রবর্তী, উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল হোসাইন খান, আওয়ামীলীগের প্রার্থী জনাব হাসিবুর রহমান স্বপন, বিএনপি প্রার্থী ডঃ এম এ মুহিত, আব্দুল আলীম ও মাসুদ।

এর আগে গতকাল সকালে বিএনপির প্রার্থী ডঃ এমএ মুহিত সিরাজগঞ্জে সাংবাদিক সম্মেলন করেন । সেখানে তিনি জেলা রিটার্নিং অফিসারের নিষ্ক্রিয়তা, স্থানীয় প্রশাসন ও আঃলীগের বিরুদ্ধে বিভিন্ন ধরণের নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেন। নির্বাচন সংশ্লিষ্ট অনেকেই বলছেন এই সংবাদ সম্মেলনের ভিত্তিতেই ডিসি মহোদয় প্রার্থীদের নিয়ে বৈঠক করতে পারেন।