নড়াইল ২ আসনের ধানের শীষ প্রার্থীর কর্মীদের ওপর হামলা ও প্রচারে বাঁধা দেয়ার অভিযোগ

2
74

স্টাফ রিপোর্টার

নড়াইল-২ আসনের ঐক্যফ্রন্ট ও ধানের শীর্ষ প্রতীকের প্রাথী এনপিপিপির একাংশের সভাপতি ডঃ ফরিদুজ্জামান ফরহাদ তার কর্মীদের ওপর বিভিন্ন স্থানের হামলা, প্রচারে বাঁধা, যানবাহন ভাংচুরের অভিযোগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে নড়াইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব অভিযোগ করেন। তিনি অভিযোগে বলেন, এ পর্যন্ত লোহাগড়া, লাহুড়িয়া, পাচুড়িয়া, দীঘলিয়া, এড়েন্দাসহ যেখানেই আমরা নির্বাচনী প্রচারণায় যাচ্ছি সেখানেই আমাদের বাঁধা দেওয়া হচ্ছে। যাতে পোলিংএজেন্ট নিয়োগ দেওয়া না হয় সেজন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা হুমকি প্রদান করছে। ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বলা হচ্ছে। লোহাগড়া উপজেলার ইতনা এলাকার একটি মিথ্যা ঘটনায় বিএনপি ও এনপিপির ৬০জন নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় এ পর্যন্ত বিএনপি-এনপিপির ১৫জন নেতা-কর্মী আহত এবং ৫টি মটরসাইকেল ভাংচুর হয়েছে বলে জানান। এসব অভিযোগ লিখিতভাবে জেলা রিটানিং কর্মকর্তাকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফীর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। কিন্তু তার কিন্তু ইমেজকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল চেষ্টা বলে জানান। মানুষ যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সে দাবি জানান। সুষ্ঠু নির্বাচন হোক তাতে যে সিদ্ধান্ত আসে তা মাথা পেতে নেব।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি স.ম. জহুরুল কামাল, জেলা এনপিপির আহবায়ক বেলাল আহম্মেদ, এনপিপির উপদেষ্টা কাজী শওকত আলীসহ এনপিপি ও বিএনপির নেতা কর্মি উপস্থিত ছিলেন।