জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের পর মাশরাফীর অভিব্যক্তি

1
127

স্টাফ রিপোর্টার

ব্যক্তিগত কাজ থেকে সমষ্টিগত কাজে গুরুত্ব দিবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনে বিপুল ভোটে বিজয়ী ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সোমবার (৩১ডিসেম্বর) দুপুর ১টার দিকে শহরের তাহেরা কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে এক নির্বচনোত্তর এক প্রতিক্রিয়ায় তিনি একথা জানান।

তিনি আরও বলেন, নড়াইলের মানুষের কাছে আমি কৃতজ্ঞ, আমার খুব ভালো লাগছে, তারা সবাই কষ্ঠ করে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। দ্বায়িত্ব অনেক, মানুষের অনেক চাওয়া পাওয়া আছে, সেবা চ্যালেঞ্জ গুলি নেয়ার জন্য তৈরী হতে হবে। আমাদের সকলের স্বার্থে এক হয়ে কাজ করতে হবে। ব্যক্তিগত সমস্যাগুলি দূূরে রেখে, সমষ্টিগত সমস্যাগুলি পূরণ করতে হবে। এজন্য তার প্রথম পদক্ষেপ হবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এরপর খেলাধুলার উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, সন্ত্রাস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে ভূমিকা রাখবেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, নির্বাচনী গনসংযোগের সময় দেখেছি নড়াইলের সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত। দায়িত্ব নেওয়ার পর এসব যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নে কাজ করতে চাই। তিনি বলেন, কাজের মান যাতে ভালো হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য ও শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর সাথে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামীকাল পহেলা জানুয়ারি ঢাকায় গিয়ে বিপিএলের দিকে মনোনিবেশ করবেন বলে জানান এই ক্রিকেট তারকা। এরপর তিনি নড়াইলের পুরাতন বাস টার্মিনালে অবস্থিত বঙ্গবন্ধুুর প্রতিকৃতিতে পুুস্পমাল্য অর্পণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাসসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।