স্টাফ রিপোর্টার
রেললাইন ভেঙ্গে উল্লাপাড়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেল পথে উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর স্টেশনের পাশে রেললাইন ভেঙ্গে শনিবার রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বিলম্বিত হয়। এই সেকশনের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর থেকে দিলপাশার স্টেশনের মাঝে একটি স্থানে আকস্মিক রেললাইন ভেঙ্গে যায়। ফলে ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন যাত্রীদের নিরাপত্তার কারণে উল্লাপাড়া স্টেশনে প্রায় ১ ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়। একই সঙ্গে এই পথে সকালের দিকে চলাচলকারী অন্যান্য ট্রেনগুলোরও যাত্রা বিলম্বিত হয়।
উল্লাপাড়া স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, রেললাইন ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে দ্রুত রেলওয়ের মেরামত কর্মীদেরকে জানানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে ভেঙ্গে যাওয়া রেললাইনটি মেরামতের পর বেলা ১২ টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়। এ ব্যাপারে পশ্চিম রেলওয়ের পাকসী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) নাজমুল ইসলাম ঈশ্বরদী-সিরাজগঞ্জ সেকশনে রেল ভেঙ্গে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাধারণত শীতের দিনে রেললাইনগুলো সংকুচিত হয়ে অনেক সময় ভেঙ্গে যায়। তবে রেলওয়ের ওয়েমেনরা দ্রুত ভেঙ্গে যাওয়া স্থান মেরামত করার পর ট্রেনগুলো স্বাভাকিভাবে চলাচল শুরু করে।