এমএসএ
সংবাদ সম্মেলনে মাশরাফী অনুরোধ করেছিলেন খেলার মধ্যে তাকে শুধু খেলোয়াড় হিসেবে বিবেচনা করতে। তবে সত্য ঢাকা কিছুটা কঠিন। নড়াইল ২ আসনের সংসদ সদস্য তিনি। একথাটি আড়াল করে রাখা বেশ খানিকটা দুরূহ বিষয়। বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক দেশের একজন মেম্বার অব পার্লামেন্ট। অনেকেই বিষয়টিকে গর্বের চোখে দেখেন। আবার অনেকেই সমালোচনার তীর ছুড়েন। এদিকে বিপিএলের ষষ্ঠ আসরেও তিনি রংপুর রাইডার্সের দলনেতা। চিটাগং’র বিপক্ষে প্রথম ম্যাচ হারার পর তাকে নিয়ে সামাজিক মাধ্যমে ট্রলও কম হয়নি। কিন্তু সেদিনে তার বোলিং স্পেল ও ফিল্ডিং প্রমাণ করে তিনি এখনও কর্তব্যপরায়ণ ক্রিকেটার। ৪ ওভারে ২৪ রান খরচে ২টি উইকেট নেন এই নড়াইল এক্সপ্রেস। এরপরও কত কথা। কারণ মানুষ সফলতা দিয়ে বিচার করতে পছন্দ করে। পরাজয় মেনে নিতে তার কষ্ট হয়। তবে পরাজয় মানুষকে জয়ের সঠিক তাৎপর্য বোঝাতে শেখায়। এমপি হবার পর বিপিএলের প্রথম ম্যাচে পরাজয়ের বোঝা কাধে নিলেও, দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে প্রমাণ করলেন তিনি এখনও খেলার মাঠে অবস্থান করছেন। বিপিএলের আজ ষষ্ঠ আসর। আগের লীগগুলোর কথা কি দর্শক ভুলে গিয়েছেন? ৪টি বিপিএলের ট্রফি উঠেছে তার হাতে দিয়ে।
যাক সেসব কথা। মাশরাফীর জন্য আজ এক বিশেষ দিন। কারণ দেশের সংসদ সদস্য হবার পর তার নেতৃত্বে দল আজ প্রথম জয়লাভ করেছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে আজ দিনের দ্বিতীয় ও টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে খুলনা টাইটান্সকে ৮ রানে হারিয়েছে মাশরাফীর রংপুর। আজও দলের এই জয়ে তার কিছুটা অবদান ছিল। খুলনার মারমুখী স্টারলিংকে বোল্ড করে সাজঘরে ফেরান এই দলনেতা। খুলনার বিপক্ষে এই জয় দিয়ে তিনি ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করলেন। সংসদ সদস্য হবার পরও ক্রিকেটের প্রতি তার ভালোবাসা ও আন্তরিকতা লক্ষনীয়।