স্টাফ রিপোর্টার
নড়াইল এক্সপ্রেস এমপি মাশরাফী বিন মোর্ত্তজাকে মন্ত্রী করার দাবীতে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জানুয়ারি) লোহাগড়া বাসীর আয়োজনে নড়াইলের লোহাগড়ায় নড়াইল-ঢাকা সড়কে লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় দীর্ঘ ১ কিলোমিটার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা শিক্ষক সমিতির সভাপতি ফকির ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরফদার কামরুল ইসলাম, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, লোহাগড়া-লক্ষ্মীপাশা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম রেজাউল ইসলাম, ‘নিরাপদ সড়ক চাই’ এর জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কল্পনা খানম প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নড়াইলবাসীর এখন একটাই চাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইল-২ আসন (নড়াইল-লোহাগড়া) থেকে বিপুল ভোটে বিজয়ী হীরার টুকরা নড়াইল এক্সপ্রেস মাশরাফীকে মন্ত্রী করে অবহেলিত নড়াইলের উন্নয়ন করার সুযোগ করে দিবেন। মাশরাফীর মতো পরিচ্ছন্ন লোক মন্ত্রী হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সহায়ক হবে। দেশ এগিয়ে যাবে।