স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জে গৃহবধু হত্যা মামলায় স্বামী ও তিন দেবরের মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ রায় প্রদান করেন।
এই আদালতের পাবলিত প্রসিকিউটর শেখ আব্দুল হামিদ লাভলু ও অতিরিক্ত পাবলিত প্রসিকিউটর আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক রয়েছেন। এরা হলেন – সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের মৃত সতীশ চন্দ্র রায়ের ছেলে শ্রী সুবীর কুমার রায়, তার তিন ভাই ডাঃ সুশীল কুমার রায়, সুনীল কুমার রায় ও মনোরঞ্জন কুমার রায়।
মামলার নথি সুত্রে জানা যায়, ১৯৯৯ইং সালে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের মৃত সতীশ চন্দ্র রায়ের ছেলে শ্রী সুবীর কুমার রায়ের সাথে টাঙ্গাইল শহরের সাহা পাড়ার গোপীনাথ বিশ্বাসের মেয়ে সুমী রানীর বিয়ে হয়। বিয়ের সময় ৫ লাখ টাকা যৌতুকের মধ্যে আড়াই লাখ টাকা পরিশোধ করা হয়। যৌতুকের বাকি টাকার জন্য স্বামী সুবীর চন্দ্র রায় ও তার পরিবারের সদস্যরা গৃহবধু সুমীকে নির্যাতন করে আসছিলো। এরই জের ধরে ২০০১ সালের ১২ জানুয়ারী সুমীকে গলা টিপে ও মারপিট করে হত্যা করে।
এরপর সুমীর দেবর মনোরঞ্জন রায় সুমী আত্মহত্যা করেছে বলে থানায় সাধারন ডায়রী করেন। ময়নাতদন্তে সুমীকে হত্যা করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।
এই রিপোর্টের প্রেক্ষিতে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাদী হয়ে সুমীর স্বামী ও ৩ দেবরকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামীরা ভারতে পালিয়ে যায়। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।