স্টাফ রিপোর্টার
কিছুদিন আগেও বাসা বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের নতুন সংযোগ পেতে দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করেও পাওয়া যেত না কাঙ্খিত বিদ্যুৎ সংযোগ। হাজার হাজার টাকা দিয়েও যেখানে মানুষের কপালে জুটতো না বিদ্যুতের লাইন, সেখানে এখন মাত্র ৫ মিনিটে ঘরে বসেই সহজেই পাচ্ছেন গ্রহকরা।
“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ ”এ শ্লোগানকে সামনে রেখে গ্রাহক হয়রানি মুক্ত বিদ্যুৎ সংযোগের অংশ হিসেবে নড়াইল পল্লী বিদ্যুৎ সমিতির সদর উপজেলায় মাত্র ৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ কার্যক্রম চলছে।
বুধবার ২৩ জানুয়ারী সকাল থেকেই উপজেলা সদরে “আলোর ফেরিওলা”০৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ কেন্দ্র হতে একটি ভ্যানে সরঞ্জাম নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কার্যক্রম শুরু করে। তা চলে সন্ধা পর্যন্ত, প্রতিদিন ১৫ থেকে ২০টি সংযোগ দিতে পারছে পল্লী বিদ্যুৎ আলোর ফেরিওয়ালা সংযোগ লাইন ম্যানেরা।
আলোর ফেরিওলা কর্যক্রমের ওয়ারিং পরিদর্শক মো: সুমন জানান, আলোর ফেরিওলা টিম ভ্যানগাড়ি নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরছে। গ্রাহকদের ডাক পেলেই দ্রুত তাদের বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে। এভাবে সহজেই বিদ্যুৎ সংযোগ পেয়ে গ্রাহকরা খুশি হচ্ছে। এতে গ্রহকদের মিটার প্রতি খরচ হচ্ছে ৫৬৫ টাকা।
এবিষয়ে গ্রাহক মো: শিমুল মোল্যা জানান, পত্র পত্রিকায় দেখেছি আলোর ফেরিওলা নামে পল্লি বিদ্যুত ভ্যানে করে বাড়ি বাড়ি যেয়ে বিদ্যুত সংযোগ দিচ্ছে। আজ আমার সামনে দেখেই সংযোগ চাইতেই পেয়ে আমি খুশি।