নড়াইলে মোবাইল ফোনসেট ও ক্যামেরাসহ চার চোর আটক

0
44

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় ছয়টি মোবাইল ফোন ও একটি হ্যান্ডিকাম সনি ক্যামেরাসহ চার চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরফুদ্দীন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার (২১ জানুয়ারি) রাতে এসআই মিলটন কুমার ও আতিকুজ্জামানের নেতৃত্বে পুলিশ লোহাগড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত মোবাইল ফোন ও ক্যামেরাসহ চারজনকে আটক করে। এরা হলো-লোহাগড়ার চাচই পশ্চিমপাড়ার গফফার শেখের ছেলে রহিম শেখ (২০), একই গ্রামের কবির জোয়াদ্দারের ছেলে ইমরান (২৮) ও কবির আহম্মেদের ছেলে বাহারুল ইসলাম (২৫) এবং জয়পুর উত্তরপাড়ার এনায়েত মোল্যার ছেলে সোহেল মোল্যা (৩০)। বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

জানা যায়, গত বছরের ২০ ডিসেম্বর গভীর রাতে লোহাগড়া উপজেলার শেখপাড়া বাতাসি বাজারের ইলিয়াস হোসেনের দোকানের তালা ভেঙ্গে চোরেরা ৩০টি মোবাইল ফোন সেট, মোবাইল ফোনের ১৪টি ব্যাটারি, ১০টি মেমোরিকার্ড ও একটি হ্যান্ডিকাম সনি ক্যামেরা নিয়ে যায়। বিষয়টি পুলিশকে অবগত করলে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম এর নির্দেশে চোরাইকৃত মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল উদ্ধারে মাঠে নামেন পুলিশ সদস্যরা।