নড়াইলে মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

0
13

স্টাফ রিপোর্টার

নড়াইলে মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে জেলার মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ সভা অনুুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম। এছাড়া সদর শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হকসহ জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারগণ এ সময় উপস্থিত ছিলেন।

শিক্ষার গুনগত মান উন্নয়নে কি কি করণীয় সে বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুপারদের সাথে বিস্তারিত আলোচনা করা হয় এবং কোচিং বাণিজ্য বন্ধ, সঠিকভাবে পাঠদান, শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণসহ শিক্ষার মান্নোয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।