নড়াইলে মাদক বিরোধী গণসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

9
12

স্টাফ রিপোর্টার

“এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে নডাইলে মাদক বিরোধী গণসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের আয়োজনে পুলিশ লাইন্স অডিটেরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ। মাদক বিরোধী গণসচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমান আরা।

এসময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারী পুলিশ সুপার (সদর) জনাব জালাল উদ্দিন, সিভিল সার্জন ডাক্তার মোঃ আসাদুজ্জামান মুন্সি প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।