সাকিবের ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মাশরাফীর রংপুর, ম্যাচ সেরা ডিভিলিয়ার্স

4
24

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ষষ্ঠ আসরের ৩৪তম ম্যাচে  ঢাকা ডাইনামাইটসকে ৮ উইকেটে হারিয়েছে মাশরাফীর রংপুর রাইডার্স। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলতে সক্ষম হয় ঢাকা ডাইনামাইটস। ঢাকার পক্ষে সর্বোচ্চ রান করেন রনি তালুকদার। ১ ছক্কা ও ৬ চারে ৩২ বলে ৫২ রান করেন রনি। ২৩ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন ঢাকার পোলার্ড। ১২ বলে ২৫ রান করেন সাকিব। রংপুরের পক্ষে ফরহাদ ২টি, মাশরাফী, শফিউল, শহিদুল, নাজমুল ১টি করে উইকেট লাভ করেন।

জয়ের লক্ষ্যে শুরুতেই আউট হন গেইল। দলের ৫ রানে আউট হন রুশৌ। ৫ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ের সম্মুখীন হয় রংপুর। হলস+ ডিভিলিয়ার্সের জুটিতে এগোতে থাকে রংপুর। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ৩টি ছক্কা ও ৮টি চারে ৫৩ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন এলেক্স হলস। ৬ ছক্কা ও ৮ চারে ৫০ বলে সেঞ্চুরি করেন ম্যাচ সেরা এবি ডিভিলিয়ার্স। ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। ঢাকার বিপক্ষে ৮ উইকেটে বড় জয় পায় রংপুর। ১৮.২ ওভারে ১৮৯ রান করে রাইডার্স। ডায়নামাইটসের রাসেল ২টি উইকেট তুলে নেন। এই জয়ের মধ্য দিয়ে ১০ ম্যাচে ৬ জয়ে বিপিএল ২০১৯ এর পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে মাশরাফীর রংপুর রাইডার্স।